বলিউড অভিনেতা রণবীর কাপুর ও নায়িকা আলিয়া ভাটের বিয়ের খবর এখন বিশ্ব মিডিয়া জুড়ে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মুম্বাইয়ের পালি হিলের বাস্তুতে পাঞ্জাবি রীতিতে রণবীর কাপুর ও আলিয়ার বিয়ে হয়। অনেকটা সাদা-মাটা আয়োজনেই বিয়ে হয় তাদের।
ঢাকার শোবিজ তারকা শবনম ফারিয়াও পছন্দ করতেন রণবীরকে। শুধু পছন্দ নয়। রীতিমতো তার ‘ক্রাশ’ ছিলেন রণবীর। ক্রাশ বিয়ে করায় কিছুটা মন খারাপ হয়েছে এ অভিনেত্রীর। ফেসবুক পোস্টের মাধমে সে মন খারাপের কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় অনেকটা মজা করেই একটি পোস্ট করেন শবনম ফারিয়া। লিখেন, ‘রণবীরটাও বিয়ে করে ফেললো! দুনিয়ায় অবিবাহিত আর কোন ‘ক্রাশ’ থাকলো না! দুনিয়া নিষ্ঠুর!’
রণবীর-আলিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বুধবার, চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। এই যুগলকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে। ছবিটি মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর।